চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

সম্প্রীতির বান্দরবানের রুপকার বীর বাহাদুর এম.পি’র দেখানো পথে হাটছি : অাজিজনগর শারদীয় দূর্গোৎসবে জসিম উদ্দীন কোং

প্রকাশ: ২০১৭-০৯-৩০ ২১:৪২:৫২ || আপডেট: ২০১৭-০৯-৩০ ২১:৪২:৫২

নাজিম উদ্দিন রানা, বিশেষ প্রতিনিধি : বান্দরবান জেলার লামা উপজেলার অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং, সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে অাজিজনগর হরি মন্দির প্রাঙ্গনে কেন্দ্রিয় দূর্গাপুজা উদযাপন পরিষদের উদ্যোগে অায়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং বলেছেন সম্প্রীতির বান্দরবানের জনক অামাদের প্রিয় অভিভাবক মাননীয় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর এম,পি মহোদয় অামরা সবাই তাঁরই দেখানো পথে হাটছি মাত্র।সম্প্রীতি অাছে বলেই অাজ অামরা সকল ধর্মালম্বীরা নিজ নিজ ধর্মীয় অনুষ্টান নির্বিঘ্নে পালন করতে পারছি।অার সম্প্রীতি অাছে বলেই অাজ মসজিদ,মন্দির,গীর্জা,প্যাগোড়ায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।অামরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তাইতো বলি ধর্ম যার যার উৎসব সবার।উন্নয়ন সমৃদ্ধ সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়তে অামরা সবাই বাঙ্গালী এ চেতনাটুকু লালন করতে হবে তবেই অামরা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো।তিনি মা দেবির অাবির্ভাবে জগতের সকল অশুভ শক্তির ধ্বংশ কামনা করেন। পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সদস্য নাজিম উদ্দীন রানার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিক অাহামদ চৌধুরি,অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,অাজিজনগর পুলিশ ক্যাম্পের অাই,সি বাবু স্বপন সাহা,বান্দরবান সদর থানার এস,অাই জনাব অাবদুল গনি,ইউ,পি সদস্য মোবারক হোসেন মহরম,এম ডি রোকন,অাজিজনগর অাওয়ামীলীগের দপ্তর সম্পাদক অাবু অাহামদ,অাওয়ামীলীগ নেতা কবির অাহমদ খোকন,অালমগীর,শ্রমিকলীগের সভাপতি অাবুল কালাম,সাধারন সম্পাদক মীর অাহামদ,সাংগঠনিক সম্পাদক লিটন দাশ,সাবেক ছাত্রনেতা সৌদি প্রবাসি ব্যবসায়ি মোঃ নাজিম উদ্দীন,অাজিজনগর যুবলীগের সভাপতি বাবুল ডানা,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক অাহামদ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।প্রধান অতিথি শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে অাজিজনগরের প্রতিটি সনাতনী পরিবারের মাঝে শুভেচ্ছাস্বরুপ কাপড় বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *