চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় ১ দিন ধরে  বৃদ্ধ নিখোঁজ! 

প্রকাশ: ২০১৭-১০-০২ ১৭:৩২:০১ || আপডেট: ২০১৭-১০-০২ ১৭:৩২:০১

 

আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার: :লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ ব্রাক্ষ্মণ    পাড়া থেকে  পারকিংসন রোগে আক্রান্ত সুরেজ চক্রবর্তী (৭৮)নামক ব্যক্তিটি ১ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

 

গত ১ই অক্টোবর বিকাল ৫টায় হাটতে বের হলে আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুজি করে ঘটনার দিন না পেয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়রী করে তাঁর পরিবার।

যার জি.ডি নং -৬৫।

খালি গায়ে লুঙ্গি  পরিহিত অবস্থায় নিখোঁজ হন। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫’৬”, মুখমন্ডল গোলাকার, মুখে গুটি বসন্তের দাগ আছে, চুল সাদা ও ছোট,

কোন সুহৃদ য়বান ব্যক্তি খোঁজ পেলে নিম্নোক্ত নাম্বারে  দয়া করে  যোগাযোগ করবেন। ০১৮১৮৫৭১০১৬, ০১৬৭৪২১২০৪৫,০১৮১৩০৮৪৩১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *