admin
প্রকাশ: ২০১৭-১০-০৩ ১৭:৪৭:২৪ || আপডেট: ২০১৭-১০-০৩ ১৭:৪৭:২৪
বীর কন্ঠ ডেস্ক : বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে স্থল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চাক ঢালার সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণে তার মৃত্যু হয় বলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলীম ইকবাল চৌধুরী জানিয়েছেন।
নিহতের নাম নুরুল ইসলাম (৪০) বলে জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল বলেন, মিয়ানমার সীমান্তের ভেতরে স্থল মাইন বিস্ফোরেণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। ওপারে হওয়ায় তার মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
রোহিঙ্গারা গিয়ে তার মরদেহ উদ্ধার করে আনতে পারে, না হলে তা উদ্ধার সম্ভব নয় বলে জানান তিনি।
স্থানীয় সংবাদকর্মী আবদুল হামিদ বলেন, “মঙ্গলবার সকালে রোহিঙ্গা নুরুল ইসলাম চাক ঢালার ৪৪ নম্বর সীমান্ত পিলার দিয়ে মিয়ানমারের ভেতরে গৃহ পালিত গরু ছাগল আনতে যায়। তখন মাইন বিস্ফোরেণে তার মৃত্যু হয়।”
তবে এ ব্যাপারে বিজিবি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এরআগে গত ১৩ সেপ্টেম্বর একই সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম