চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

চট্টগ্রামে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০১৭-১০-০৪ ২২:১৭:১৫ || আপডেট: ২০১৭-১০-০৪ ২২:১৭:১৫

বীর কন্ঠ ডেস্ক : অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ও ওষুধ পাওয়ায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। এদিকে নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন এ অভিযান পরিচালনা করেন।

 

জরিমানা করা দুই প্রতিষ্ঠান হলো চট্টেশ্বরী রোডে কসমোপলিটন হাসপাতাল ও হালিশহরের হিউম্যান ডায়াগনস্টিক সেন্টার।

 

বিষয়টি নিশ্চিত করে তানিয়া মুন  বলেন, ‘আজ একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা এবং অপর প্রতিষ্ঠানকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।’

 

তিনি আরও বলেন, ‘কসমোপলিটন হাসপাতালের অপারেশন থিয়েটারে গিয়ে আমরা দেখি সেখানে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন এবং ওষুধ ব্যবহার করা হচ্ছে। ওটিতে রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন অথচ সেখানে ডাক্তার নেই। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অপারেশন চালানো হচ্ছে। ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে মাছ-মাংস রাখা হয়েছে। অন্য ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায়, তারা মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। রেফ্রিজারেটরে ড্রাগের সঙ্গে মাংস রাখা হয়েছে। তাদের রেডিওলজি টেকনিশিয়ানের কোনও প্রশিক্ষণ, অভিজ্ঞতা সনদ নেই।’-

বাংলা ট্রিবিউন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *