admin
প্রকাশ: ২০১৭-১০-০৫ ১৬:১৯:৫০ || আপডেট: ২০১৭-১০-০৫ ১৬:১৯:৫০
বীর কন্ঠ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে চাচার শাবলের আঘাতে ভাতিজা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের চাচা ও চাচিকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার সকালে তাদের কুমিল্লা জেল হাজতে পাঠিছে। মঙ্গলাকার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোদের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহত ভাতিজা কাউছার (৫৩) উপজেলার বলিঘর গ্রামের মৃত দারু মিয়ার ছেলে।
আটক ব্যক্তিরা হলেন, চাচা রুক্কু মিয়া (৫৫) ও চাচি ফিরোজা বেগম (৫৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলিঘর গ্রামে মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা রুক্কু মিয়া সাবল দিয়ে ভাতিজা কাউছারের মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। পরে নিহতের মা পিয়ারা বেগম বাদী হয়ে রুক্কু মিয়া ও তার স্ত্রীসহ তাদের পাঁচ সন্তানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বাঙ্গরা বাজার থানার এসআই মো. আমিনুল ইসলাম রাতে রুক্কু মিয়াসহ তার স্ত্রীকে আটক করে।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ওসি মনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে নিহতের চাচা ও চাচিকে আটক করে বুধবার কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলা ট্রিবিউন