admin
প্রকাশ: ২০১৭-১০-০৫ ০০:১২:১২ || আপডেট: ২০১৭-১০-০৫ ০০:১২:১২
মায়া
– কবি ওয়ারদাতুল জিনান
দূর আকাশের সুনীল আভা
ডাকে কাছে আয়,
মনটা আমার যায় হারিয়ে
ঐ যে নিলীমায়।
রাতের আকাশ লক্ষ তারায়
যখন ভরে যায়,
মিটিমিটি জ্বলে তারা
ডাকে ইশারায়।
স্মৃতিগুচ্ছ মনের কোণে
উঁকি মেরে যায়,
চাঁদের হাসি চুপিসারে
ভুলায় স্নিগ্ধতায়।
ভোরের রবি, রোদের হাসি
বুলায় পরশ গায়,
সাঁঝের মায়ায় রোজ গোধূলি
লালিমা ছড়ায়।
বৃক্ষরাজির শ্যামল ছায়া
হাসে সজীবতায়,
শিউলি ফুলের শুভ্র মায়া
চোখ দুটি মোর জুড়ায়।
পাহাড় আমায় কাছে টানে
আপন নীরবতায়,
ঝর্ণা জাগায় গান যে প্রাণে
মিষ্টি চপলতায়।
ময়না- শ্যামার গানের সুরে
হৃদয় ভরে যায়,
সাদা ময়ূর পেখম খুলে
দুলছে কাঁশের ডগায়।
বৃষ্টিকণার হিম পরশে
হারাই ভাবনায়
নদীর ডাকে মন ছুটে যায়
গভীর আকুলতায়।