admin
প্রকাশ: ২০১৭-১০-০৮ ১৪:৫৬:৩১ || আপডেট: ২০১৭-১০-০৮ ১৪:৫৬:৩১
বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বান্দরবান সরকারি কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য কেন্দ্র করেছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ।
ভর্তি তথ্য কেন্দ্র শুভ উদ্বোধন করেন প্রফেসর অধ্যক্ষ মকছুদুল আমিন।
আরো উপস্থিত ছিলেন,কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ন আহ্বায়ক টিপু দাশ ও ছাত্রলীগেরকর্মীরা।
এবার প্রত্যেক বিভাগ থেকে আলাদা আলাদা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।
দুইদিন ব্যাপী ভর্তি উপলক্ষে কলেজের প্রধান ফটকের সামনে আলাদা স্টল এ তথ্য কেন্দ্র করা হয়।
ভর্তি সংক্রান্ত তথ্যসহ কলেজের নানা বিষয়ে তথ্য সরবরাহ করতে তারা এ ভর্তি তথ্য কেন্দ্র করেছে বলে জানিয়েছে কয়েকজন ছাত্রলীগ কর্মী।
ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে আসে। তারা থাকাসহ ভর্তি সংক্রান্ত নানা বিষয়ে জটিলতায় পড়ে। আমরা অনেকের থাকার ব্যবস্থা করেছি। ভর্তি সংক্রান্ত নানা তথ্য দিয়ে সহযোগীতা করছি