চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

admin

স্মার্টফোন হাতে পেয়ে যে যন্ত্রগুলির কথা ভুলতে বসেছি আমরা

প্রকাশ: ২০১৭-১০-০৮ ০৩:১৩:৩১ || আপডেট: ২০১৭-১০-০৮ ০৩:১৩:৩১

বীর কন্ঠ ডেস্ক:  ১. টেলিফোন : স্মার্টফোনের দুনিয়ায় ঘরে ঘরে টেলিফোন আজ আর প্রায় নেই বললেই চলে।

 

২. অ্যালার্ম ক্লক : টেবিলে রাখা গোলাকার সেই ঘড়িটার কথা মনে আছে? ঘুমনোর আগে নির্দিষ্ট সময় সেট করে কান পেঁচিয়ে দিতেন যার। আর সে রোজ ঠিক সময়ে ঘুম ভাঙাতো আপনার! স্মার্টফোনের দৌলতে এই বস্তুটিও হারিয়েছি আমরা।

 

৩. টর্চ : এক হাতে স্মার্টফোন থাকলে অন্য হাতে কি আর আলাদা করে ফ্লাশলাইট রাখার প্রয়োজন হয়!

 

৪. ভিডিও গেম : বাচ্চা হোক বা বড়, হাতে স্মার্টফোন থাকা মানেই অবসর সময়ে অনেকেই বুঁদ হয়ে গেম খেলেন। কিন্তু যখন স্মার্টফোনের এত রমরমা ছিল না, তখন কি গেমের নেশা ছিল না? তখন আসলে গেম খেলার জন্য আলাদা ডিভাইস ছিল। গেম ডিভাইসকে পিছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছে স্মার্টফোন।

 

৫. রেডিও : এই যন্ত্রটিরও শোচনীয় অবস্থা। স্মার্টফোনেই রেডিও শুনে নেন রেডিও-প্রেমীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *