admin
প্রকাশ: ২০১৭-১০-০৯ ১২:২৯:১৪ || আপডেট: ২০১৭-১০-০৯ ১২:২৯:১৪
বেলাল আহমদ,(বিশেষ )প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতেরর হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে। রোববার দিবাগত রাত ১টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিজান পাড়ায় এই ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় আহত হন, মোঃ আব্দুল হামিদ ( ৬২) মোঃ আবু বক্কর (২৬) মোঃ মুমিনুল (২৩)।
হামলার শিকার পরিবারের সদস্য আব্দুল হামিদ বলেন, রাত ১টার দিকে অস্ত্রে সজ্জিত ডাকাতের একটি সংঘবদ্ধ দল আমাদের বাড়িতে হামলা চালায়।
ডাকাতরা আমার পরিবারের উপর হামলা করলে পরিবারের লোকজন ডাকাতদের উপর পাল্টা হামলা করে। এসময় আবু বক্কর, মুমিনুল ও আমাকে ছুরিকাঘাত করে আহত করে ডাকাতরা। আমরা পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে রিপন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে হাসপাতালে পাঠান।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। আমাদের আগমনের পূর্বেই ফাঁকা গুলি করে ডাকাতরা পালিয়ে যায়।