admin
প্রকাশ: ২০১৭-১০-০৯ ১৫:০৫:৫৭ || আপডেট: ২০১৭-১০-০৯ ১৫:০৫:৫৭
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন একথা জানিয়েছেন। নিহত দুই মাদ্রাসা ছাত্রী হলো, শাহেদা আকতার (১৪) ও মুর্শিদা বেগম (১৪)। তারা রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
ওসি জানান,প্রাইভেট পড়তে যাওয়ার পথে চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের বাঁশখালীর মনছুরিয়া বাজারের দক্ষিণ পাশে ব্রিজের সামনে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে একজন ঘটনাস্থলেই নিহত হয়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ট্রাকের চালককে আটক করা হয়েছে।- বাংলা ট্রিবিউন