চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

‘ব্লু হোয়েল গেম’ কারা খেলছে জানতে বিটিআরসিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

প্রকাশ: ২০১৭-১০-০৯ ১৯:৪১:৪৭ || আপডেট: ২০১৭-১০-০৯ ১৯:৪১:৪৭

বীর কন্ঠ ডেস্ক: “ব্লু হোয়েল গেম’ খেলে কেউ আত্মহত্যা করেছে কিনা সেটা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে, দেশে গেমটি কারা খেলছে তাও জানতে বলা হয়েছে সংস্থাটিকে।

 

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান। গেমটি খেলে ঢাকার এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর গণমাধ্যমে দেখে এ নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

 

ব্লু হোয়েল গেম একটি অনলাইনভিত্তিক খেলা। এটি ব্যবহারকারীকে এক পর্যায়ে আত্মহত্যার দিকে ধাবিত করে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘ব্লু হোয়েল গেম খেলে ওই ছাত্রী আত্মহত্যা করেছে কিনা এবং বাংলাদেশে এই গেম কেউ খেলছে কিনা সেটা খতিয়ে দেখতে বিটিআরসির চেয়ারম্যানকে বলা হয়েছে। যাতে তারা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে।

রাশিয়ায় ‘এফ৫৭’ নামে ২০১৩ সালে ব্লু হোয়েল গেমটি চালু হয়। পরে এটির ওপর ভিত্তি করে একই ধরনের অ্যাপ তৈরি হয় এবং অন্য দেশেও তা ছড়িয়ে পড়ে। ভারতে এই গেম খেলে বেশ কয়েকজন আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। এরপর ভারত সরকার এই গেমের অনলাইন লিংক বন্ধ করে দেয়। -বাংলা ট্রিবিউন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *