চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

admin

চট্টগ্রামে লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ ১০ নেতাকর্মী আটক

প্রকাশ: ২০১৭-১০-১০ ১৫:১৭:৩৯ || আপডেট: ২০১৭-১০-১০ ১৫:১৭:৩৯

বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরী থেকে ২০-দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ও বিএনপি কার্যালয় নসিমন ভবন থেকে তাদের আটক করা হয়।

 

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, লেবার পার্টির ৪০তম বার্ষিক আলোচনাসভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাব মিলনায়তন থেকে বের হন ইরান। এর পরপরই তিনিসহ পাঁচজনকে আটক করা হয়।

 

পরে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে থেকে দলটির আরও পাঁচ নেতাকর্মী আটক করে পুলিশ।

 

ওসি মো. জসীম বলেন, বিনা অনুমতিতে সভা করার দায়ে তাদের আটক করা হয়েছে।-কালের কন্ঠ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *