চট্টগ্রাম, , রোববার, ১০ নভেম্বর ২০২৪

admin

চিলিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ২০১৭-১০-১০ ১৬:৪৮:২৫ || আপডেট: ২০১৭-১০-১০ ১৬:৪৮:২৫

আন্তর্জাতিক :  দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ মাত্রার।

 

তবে এ ঘটনায় এখনো কোনও হতাহতের খবর জানা যায়নি।

 

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৩ টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎসস্থল ছিল চিলির উত্তরের উপকূলীয় শহর এরিকা থেকে ৭৩ কিলোমিটার পূর্বে মাটির ৮২ কিলোমিটার গভীরে।

 

উপসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের মতে তথ্য মতে, এখন পর্যন্ত কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ভূমিকম্পের কম্পন পেরু সীমান্তেও অনুভূত হয়।

 

বন্দর নগরী এরিকার একজন বাসিন্দা চিলির সংবাদ মাধ্যম লা তেরসেরাকে জানান, ভূমিকম্প আঘাত হানার সময়ও বিদ্যুৎ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা সচল ছিল।

 

রিং অব ফায়ারে অবস্থিত চিলি ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। গত সাত বছরে দেশটিতে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিলো ১৯৬০ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *