চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লোহাগাড়ায় গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা সম্পন্ন

প্রকাশ: ২০১৭-১০-১১ ১৯:৩৮:৫৪ || আপডেট: ২০১৭-১০-১১ ১৯:৩৮:৫৪

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১১ই অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প’র আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সকল মহিলা মেম্বারবৃন্দ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় লোহাগাড়া থানার ওসি মো: শাহজাহান পিপিএম, গ্রাম আদালতের জেলা ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার চৌধুরী, জেলা সমন্বয়কারী মো: সাজেদুল আনোয়ার ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববদ্যিালয় কলেজের অধ্যাপক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আধুনগর ইউপি চেয়ারম্যান মো: আইয়ুব মিয়া, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ, চুনতী ইউপি চেয়ারম্যান মো: জয়নুল আবেদীন, পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম,এ ওয়াহেদ, ইউপি সদস্যা জেসমিন আক্তার, উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী মো: বদরুল হুদা চৌধুরী, গ্রাম আদালত সহকারী মো: আলমগীর হোসেন, জানে আলম, মোস্তাক আহমদ, আক্কাস আলী, ফাতেমা বেগম ও প্রিয়াংকা দাশ প্রমুখ উপস্হিত ছিলেন।

 

পরে অতিথিরা ইউপি চেয়ারম্যানের নিকট গ্রাম আদালতে মামলার ফাইল ফরম্যাট হস্তান্তর করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *