admin
প্রকাশ: ২০১৭-১০-১২ ২১:৪৬:৫১ || আপডেট: ২০১৭-১০-১২ ২১:৪৬:৫১
শহিদুল ইসলাম শহিদ,(থানচি)বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলায় গাছ চাপা পড়ে এক কাঠুরিয়া নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দূর্গম ইয়াংগ্রী এলাকার রেঙ্গুইন পাড়ায়। নিহত বোরহান উদ্দীন (২৩) কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত বোরহান উদ্দীন দীর্ঘদিন ধরে থানচি উপজেলায় দূর্গমে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে আসছে।
বৃহস্পতিবার দুপুরে গাছ কাটার সময় হঠাৎ গাছ ভেঙ্গে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, থানচি থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার বলেন, লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।