চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

হরতালের ডাক দিয়ে হিন্দি সিরিয়াল দেখছে জামায়াত

প্রকাশ: ২০১৭-১০-১২ ১৫:৪২:৪৭ || আপডেট: ২০১৭-১০-১২ ১৫:৪২:৪৭

বীর কন্ঠ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ। এ ধরনের কর্মসূচি আহ্বান করে তারাই অংশগ্রহণ করে না। ঘরে বসে কেউ হিন্দি সিরিয়াল দেখেন, আবার কেউ কেউ এসি রুমে বসে বাইরে পুলিশেরে গতি বিধির খবর নেন।’

 

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সড়ক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। এখানে সরকার বা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই। কাজেই বিএনপি এবং তার সহযোগীরা আদালতের বিরুদ্ধে প্রতিবাদ করছে বলে এটায় প্রমাণিত হয় হরতাল নামের অধিকার আদায়ের গণতান্ত্রিক হাতিয়ারকে অপপ্রয়োগ করতে করতে অকার্যকর বানিয়ে ফেলেছে।’

 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ূয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর সভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *