admin
প্রকাশ: ২০১৭-১০-১৩ ১৫:৫৯:৫০ || আপডেট: ২০১৭-১০-১৩ ১৫:৫৯:৫০
বেলাল আহমদ,(বিশেষ ) প্রতিনিধি “দুর্যোগ সহনীয় আবাস গড়ি নিরাপদে বাস করি” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে, লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৭ পালিত হয়েছে। এই উপলক্ষে লামা উপজেলা প্রশানের উদ্যোগে বেসরকারী সংস্থা কারিতাসের SAPLING কর্মসূচীর সহযোগিতা বান্দরবানের লামা উপজেলায় শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সায়েদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স-লামা, কারিতাস সেপলিং প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।