চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশ: ২০১৭-১০-১৪ ১৮:৪১:৪৪ || আপডেট: ২০১৭-১০-১৪ ১৮:৪১:৪৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : `দুর্যোগ সহনীয় আবাসন গড়ি,নিরাপদে বাস করি“ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোস্তফা বেগম গার্লস হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ১৪ অক্টোবর সকাল ১১ টায়  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-১৭ উদযাপন উপলক্ষে এক বর্ণাট্য রালী ও  মহড়া অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার  মোহাম্মদ আনোয়ার হোসেন,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ আবু বক্কর,সাবেক প্রধান শিক্ষক বাবু সুজিত পাল,মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব আবুল বশর,শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সংগঠক স্বপ্না দেবী,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাষ্টার এসকে সামশুল আলম,উপজেলা আনসার বিডিপির ভারপ্রাপ্ত অফিসার বকুল রাণী দেবী, সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক জাহেদুল ইসলাম, পিআইও` অফিস সহকারী মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২হাজারের অধিক শিক্ষার্থী ।সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্ব ১৫জনের একটি টীম মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *