চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

চকরিয়ায় ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশ: ২০১৭-১০-১৫ ২১:৫০:২৮ || আপডেট: ২০১৭-১০-১৫ ২১:৫৩:৫৬

চকরিয়া অফিস, বীরকন্ঠ : চকরিয়ায় পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবহৃত প্রাইভেট কার গাড়ি জব্দ করা হয়। ১৫ অক্টোবর রবিবার ভোররাতে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে গোপন সংবাদ পেয়ে চকরিয়া কলেজের যাত্রী ছাউনি সামনে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম চেকপোষ্ট বসানো হয়। পুলিশের গাড়ি তল্লাসী করে ১হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরে আলম জানান, রবিবার ভোররাত ২টার দিকে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের যাত্রী চাউনি সামনে দায়িত্ব পালন করেছিল হাইওয়ে পুলিশের একটি টিম। গোপন সংবাদ পেয়ে একটি কার গাড়ি তল্লাসী করা হয়। ওইসময় এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ইয়াবা পাচারকাজে ব্যবহ্নত কারগাড়ি আটক করে থানায় নেয়া হয়েছে এবং পুলিশ ফাঁড়ির এস আই নাছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামী দেখিয়ে মাদকদ্রব্য আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *