চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লামায় ফারিয়া’র ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৭-১০-১৫ ১৪:৫৪:৪৫ || আপডেট: ২০১৭-১০-১৫ ১৪:৫৪:৪৫

বেলাল আহমদ ,বিশেষ  প্রতিনিধি: সারাদেশের ন্যায় বান্দরবানের  লামা উপজেলায়ও ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছেন  বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) লামা-আলীকদম শাখা।

 

রবিরার সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫দফা দাবি সমুহের মধ্যে রয়েছে, (১) সরকারি নতুন বেতনস্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, (২) বর্তমান মূল্যস্থিতির সাথে সামঞ্জস্য রেখে টিএ,ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, (৩) চাকরীর নিরাপত্তা নিশ্চয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, (৪) বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান (৫) সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান করা।

 

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া মানববন্ধনে স্বাগত বক্তব্যদেন, ফারিয়া লামা-আলীকদম শাখার সভাপতি মো: এমএ ইনজামান, সাধারণ সম্পাদক মাহমুদুল হক। অর্থ সম্পাদক  মো: হাসেম, উপদেষ্টা উজ্জল সামন্ত, বাবু রতন কান্তি দত্ত প্রমূখ।

 

বক্তারা বলেন, সারাদেশে প্রায় সোয়া দু’লাখ শিক্ষিত যুবক এই পেশায় আত্মনিয়োগ করেন। উচ্চ শিক্ষিত এসব যুবকদের বেশিরভাগই একেকজন ক্যামেষ্ট্রির ছাত্র। তারা জানায়, পেশার সাথে শিক্ষার সমন্বয় থাকলেও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিস্তর অসঙ্গতি রয়েছে। সমাজের একটি অতিগুরত্বপূর্ন দায়িত্বশীল পেশায় তারা তারণ্যদীপ্ত সময় ব্যয় করে চলছেন। এসব  শিক্ষিত যুবকদের শ্রম ও সেবায় যারা বাজার দখলে নিয়ে পুঁজি গড়ছেন, সেসব মালিক পক্ষ এই ৫ দফা দাবি মেনে নিবেন এমন প্রত্যাশা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *