admin
প্রকাশ: ২০১৭-১০-১৭ ১৩:৫৯:৩০ || আপডেট: ২০১৭-১০-১৭ ১৩:৫৯:৩০
বেলাল আহমদ,(বিশেষ )প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় লামা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সার্বিক সহযোগিতায় জাতীয় কন্যাশিশু ও বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৭ উদযাপন হয়। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার,খিন ওয়ান নু, লামা, বান্দরবান পার্বত্য জেলার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার উপস্থাপনায় উপজেলা পরিষদ চত্ত্বরে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, লামা, বেগম শারাবান তাহুরা, মহিলা ভাইস চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, সরকারী দপ্তরসমূহের প্রধানগণসহ সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।