admin
প্রকাশ: ২০১৭-১০-১৯ ০০:৫৫:৫২ || আপডেট: ২০১৭-১০-১৯ ০০:৫৫:৫২
বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের কেন্দ্রীয় র্দূগা মন্দিরে মাটির বেদীর ওপর (হিন্দুদের ঘট বসানোর স্থান) ভেসে উঠেছে রাম কৃষ্ণপরম হংস দেবের প্রতিচ্ছবি। বুধবার বিকালে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে ঘট পরিবর্তন করতে গেলে দূর্গা মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী অনীল কান্তি দাশ মাটির বেদীতে রাম কৃষ্ণের ছবিটি প্রথম দেখতে পান। তার কাছে বিষয়টি অলৌকিক মনে হলে তিনি মন্দিরে থাকা অন্যদের ডেকে দেখান।
এর পরপরই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে পড়লে শত শত সনাতন র্ধমাবলম্বী মানুষ ঘটনাটি নিজ চোখে দেখতে মন্দিরে ভীড় জমান। কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ জানান এটি ভগবানের পক্ষ থেকে একটি অলৌকিক নির্দশণ। মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভূলে যায় বা ভগবানের সাথে মানুষের দুরুত্ব সৃষ্টি হয় তখন এ ধরনের অলৌকিক ঘটনা ঘটে। অতীতেও এ ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। আমাদের মন্দিরে এ ধরনের একটি অলৌকিক ঘটনা ঘটেছে এতে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।