চট্টগ্রাম, , রোববার, ১০ নভেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় প্রথমবারের মতো আমন ফসলের সাথে ব্রিধান-৭১ এর চাষ

প্রকাশ: ২০১৭-১০-২০ ১৫:০৫:০৮ || আপডেট: ২০১৭-১০-২০ ১৫:০৫:০৮

 

মোহাম্মদ ইলিয়াছ :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রথমবারের মতো এবার আমন ফসলের সাথে ব্রিধান-৭১ এর চাষ হয়েছে।

সরেজমিনে উপজেলার চুনতি এলাকায় গিয়ে দেখা গেছে, ব্রি-৭১ ধানের খুব ভাল ফলন হয়েছে। চাষি মোস্তফা আলী জানান, তিনি ৪০ শতক জমিতে ব্রিধান-৭১ চাষ করেছে। অন্যান্য আমন জাতের ধানের চেয়ে এ ধানের আবাদে খরচ কম। ফলন খুব ভাল হয়েছে। দুই/এক দিনের মধ্যে ধান ঘরে তোলা হবে। তিনি ৪০ শতক জমিতে ১৬০-১৭০ আড়ি ধান আশা করছেন।

উপজেলা কৃষি বিভাগ মতে, উপজেলায় এবার থেকে ব্রিধান-৭১’র চাষ শুরু হয়েছে। এবারে প্রায় তিন একর জমিতে এ ধানের চাষ হয়েছে। ফলনও খুব ভাল হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, ব্রিধান-৭১ খরা সহনশীল। ফলন খুব ভাল হয়। ২১ দিন বৃষ্টি না হলেও ফলনের উপর কোন প্রভাব পড়ে না। ১১৫ দিনের মধ্যে এ ধানের ফলন ঘরে তোলা যায়। -ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *