চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

admin

লোহাগাড়ায় শ্যামা পূজামন্ডপ পরিদর্শণে আমিনুল ইসলাম আমিন:

প্রকাশ: ২০১৭-১০-২০ ০২:২৮:১৪ || আপডেট: ২০১৭-১০-২০ ০২:২৯:৫৬

সুজন দাশ: 

সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষ্যে লোহাগাড়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

 

১৯ অক্টোবর  সন্ধ্যায় সুখছড়ী পূর্বপাড়া বটতলার পূজায় সংক্ষিপ্ত ভাষনে তিনি বলেন  হিন্দু সম্প্রদায় অনেক দেব দেবতার পূজো করে কিন্তু সব পূজোর আগের মনের শুদ্ধতা জরুরী। তা না হলে কোন দেবতায় তুষ্ট হবে না। পাশাপাশি তিনি আরো বলেন আমাদের ধর্মব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাতে ওরা ধর্মের নামে আমাদের আবেগ নিয়ে খেলতে না পারে।

এসময় তার সাথে আরো ছিলেন, আমিরাবাদ ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা ডা সমীর ভট্টাচার্য, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ডা রিটন দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য পলাশ দাশ, লোহাগাড়া ছাত্রলীগের সংগ্রামী আহবায়ক রিদওয়ানুল হক সুজন, বয়েজ অব সুখছড়ীর সভাপতি প্রবাল দাশ, দক্ষিন জেলা আওয়ামী ছাত্র পরিষদের সা:সম্পাদক অনিন্দ্য অথৈ সহ আরো অনেকে।

এছাড়া তিনি আয়োজকদের  সাথে কথা বলে পূজোর সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *