admin
প্রকাশ: ২০১৭-১০-২১ ১৬:০৭:১০ || আপডেট: ২০১৭-১০-২১ ১৬:০৭:১০
বীর কন্ঠ ডেস্ক:
খাগড়াছড়ির পানছড়িতে চাঁদাবাজি করার সময় ৪ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার রাতে পানছড়ি কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটকরা হলেন, পানছড়ির দক্ষিণ নালকাটার শান্তি দুলাল চাকমার ছেলে মোক্তাহার দেওয়ান(২২), বৌদ্ধরাম পাড়ার সুখ মনি চাকমার ছেলে সুমন চাকমা(২০), বৌদ্ধরাম পাড়ার মবুক চাকমার ছেলে বিমল চাকমা(২৪) ও খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার খেড়া কুমার ত্রিপুরার ছেলে বুদ্ধিরাম ত্রিপুরা(২৮)।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে।- পরিবর্তন