admin
প্রকাশ: ২০১৭-১০-২১ ২২:১১:০৩ || আপডেট: ২০১৭-১০-২১ ২২:১১:০৩
মিজবাউল হক,চকরিয়া অফিস:
চকরিয়া কোরক বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্রী তাসফিয়া জান্নাত (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২১ অক্টোবর দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় ওই ছাত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মাষ্টার কবির আহমদের মেয়ে।
তাসফিয়ার পিতা মাষ্টার কবির আহমদ জানান, তার মেয়ে প্রতিদিনের মতো গতকালও কোরক বিদ্যাপীঠে যায়। সে দুপুর দেড়টার দিকে ক্লাস শেষে বাড়িতে ফিরে আসেন। ওইসময় বাড়ির একটি কক্ষে খাটের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনরা তাকে চকরিয়া ইউনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাসফিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
তবে ইউনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বে ওই ছাত্রীর মৃত্যু হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, চকরিয়া পৌরএলাকার ১নং ওয়ার্ডের তরছপাড়ার আবু তাহেরের পুত্র শওকত (২০) স্কুলে যাওয়া আসার পথে তাসফিয়াকে উক্তত্য করতো। অনেক সময় পথে দাড়িয়ে ওই বখাটে নানাভাবে ইভটিজিং করতো। বিরক্ত হয়ে ওই ছাত্রী বিষয়টি পিতা মাতাকেও জানিয়েছিলেন। গতকালও তাসফিয়া ইভটিজিংয়ের শিকার হয় বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা ইভটিজিংয়ে বিরক্ত হয়ে সে বাড়িতে গিয়ে আত্মহত্যা করে।
তবে পিতা মাষ্টার কবির আহমদ হৃদরোগে তাসফিয়া মারা গেছেন বলে দাবী করায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।