চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

admin

জেএসএস কর্মী খুন খাগড়াছড়িতে

প্রকাশ: ২০১৭-১০-২১ ১৫:৫৭:২৩ || আপডেট: ২০১৭-১০-২১ ১৫:৫৭:২৩

 

বীর কন্ঠ ডেস্ক:

খাগড়াছড়িতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে জনসংহতি সমিতি(এমএন লারমা গ্রুপ) সংস্কারপন্থীর কর্মী সমুয়েল চাকমা(৪৫) খুন হয়েছেন। শুক্রবার রাতে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রীস্টানপাড়া এলাকার বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

 

 

কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাপ্রু মারমা জানান, গতরাতে খ্রীস্টানপাড়ার মৃত শরত কুমার চাকমার ছেলে সমুয়েলের লাশ রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন সমুয়েল চাকমার লাশ বাড়িতে নিয়ে যায়। থানায় জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিহত সমুয়েল চাকমা জেএসএস সংস্কারপন্থীর কর্মী। গতরাতে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে হত্যা করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘটনে তদন্ত চালাচ্ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

জেএসএস সংস্কারপন্থীর মুখপাত্র সুধাকর ত্রিপুরা সমুয়েল চাকমাকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। – পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *