admin
প্রকাশ: ২০১৭-১০-২১ ২১:৫০:০১ || আপডেট: ২০১৭-১০-২১ ২১:৫০:০১
আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবনস্থলে ভূমিধসের ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনকে জীবিত উদ্ধার করা হলেও মাটিচাপা রয়েছে আরও আটজন। শনিবার পেনাংয়ের রাজধানী জর্জ টাউনের উপকণ্ঠে তানজুং বুঙ্গাহ এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। খবর: রয়টার্স, দ্য স্টার অনলাইন।
স্থানীয় কর্তৃপক্ষ মোট চারজনের লাশ উদ্ধারের খবর জানিয়ে বলেছে, এদের তিনজন বাংলাদেশি। নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
তবে দ্য স্টার অনলাইন জানিয়েছে, নির্মাণাধীন ওই ভবনে কমপক্ষে ১৪ জন কাজ করছিলেন। তাদের দেওয়া তালিকা অনুযায়ী সেখানে পাঁচ বাংলাদেশি কাজ করছিলেন। এরা হলেন- মুহাম্মদ মনিরুল, ইউসুফ, রহমতুল্লাহ, আবদুর রহমান ও ইউনুস।
দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি আটজন নিখোঁজ রয়েছেন। হতাহতদের মধ্যে একজন মালয়েশীয় রয়েছেন। অন্যরা পাকিস্তানি, ইন্দোনেশীয় এবং রোহিঙ্গা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ৪৯ তলার দুটি ভবন নির্মাণের কাজ চলছিল। ধসে পড়া প্রায় ৩৫ মিটার উঁচু মাটির স্তূপ সরিয়ে হতাহতের উদ্ধারের চেষ্টা চলছে।