চট্টগ্রাম, , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

admin

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৭-১০-২২ ১৪:৫৩:১২ || আপডেট: ২০১৭-১০-২২ ১৪:৫৩:১২

বীর কন্ঠ ডেস্ক:

ছয় বছর আগে স্ত্রীকে হত্যা মামলায় চট্টগ্রামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

 

রোববার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সমীর দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দণ্ডপ্রাপ্ত মো. ইলিয়াছ ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়ন কেঁচিয়া গ্রামের বাসিন্দা।

 

আইনজীবী সমীর দাশ গুপ্ত জানান, ইলিয়াছের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন।

 

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের মাঝামাঝি চাচাতো বোন সাফিয়া বেগমের সঙ্গে ইলিয়াছের বিয়ে হয়। বিয়ের চার মাস পর ১৪ অক্টোবর রাতে সাফিয়া টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে গলায় রশি পেঁচিয়ে ইলিয়াছ তাকে খুন করেন।

 

সাফিয়ার বাবা রফিক বাদী হয়ে ইলিয়াছকে আসামি করে ভূজপুর থানায় একটি মামলা করেন।

 

সমীর জানান, এ ঘটনায় ২০১১ সালের ১৮ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করেন।

 

আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে ইলিয়াছ জানান, সাফিয়াকে বিয়ে করার ইচ্ছে ছিল না তার। প্রেমের সম্পর্ক থাকায় প্রতিবেশীদের চাপে তিনি সাফিয়াকে বিয়ে করতে বাধ্য হন।

 

রাষ্ট্রপক্ষের ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিলেন। রায় ঘোষণার সময় ইলিয়াছ আদালতে উপস্থিত ছিলেন। সূত্র –  পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *