admin
প্রকাশ: ২০১৭-১০-২২ ০২:১৪:২৭ || আপডেট: ২০১৭-১০-২২ ০২:১৫:৩৫
মৃত্যুর মাধুরী
–কবি হোসনে আরা বেবি
মানুষটি আমাকে পোড়াতে পোড়াতে লিখতে শিখিয়েছে।
মানুষটির কাছে আমার ম্যালা ঋণ।
এমনই অদৃষ্ট আমার
ক্রমাগত বেড়েই চলেছে এই ঋণ।
কী দুঃসাহসী! বলে কিনা
এই তোমার ঠিকানা দাও
তোমায় অনেক বলার আছে
লিখবো অই ঠিকানায় “।
কণ্ঠে ছিলো অদ্ভুত দৃঢ়তা আর আকুতি।
অনেক কথা শোনার সুতীব্র ইচ্ছায়
গান- কবিতা-রজনীগন্ধা আর
দিয়েছিলাম প্রেম নামক দূ্র্লভ ধানশীষ।
অতপর একদিন দেখি নিকষ কালো অন্ধকার।
ইতিউতি ঘুরে বেড়ানো
প্রতীক্ষার প্রহর গোনা
ক্ষনে ক্ষন বৃষ্টিভেজা চোখ মোছা।
প্রতীক্ষা করতে করতে হলাম নিঃস্ব।
এতে আমার কোন দুঃখ নেই।
আমি জানি সে আসবে
আমার সমাধি পাশে
অশ্রুস্নাত নয়নে।
জীবনের সব দুঃখ
ভেসে যাক–
মৃত্যু মাধুরীর প্লাবনে।