চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

সাতকানিয়ায় নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশ: ২০১৭-১০-২৩ ০২:১১:৫০ || আপডেট: ২০১৭-১০-২৩ ০২:৫২:১৯

 

সাতকানিয়ায় অফিস:

আমরা নিরাপদ সড়ক চাই এবং ‘পথ যেন হয় শান্তির-মৃত্যুর নয়’- এই স্লোগান নিয়ে সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে পালিত হল দেশে প্রথম বারের মতো নিরাপদ সড়ক দিবস। রোববার সকাল ১০ টায় কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র‌্যালি-রাস্তা পারাপার ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাল্যবিয়ে, ইভটিজিং, আমরা নিরাপদ সড়ক চাই, পুলিশের অর্থ, মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না, ভাড়াটিদের তথ্য দিন, মাদককে না বলুনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যনার নিয়ে র‌্যালি বের করে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় অবস্থান নেয়।

এসময় ট্রাফিকরা সড়কে রাস্তা পারাপারে প্রশিক্ষণ দেন। র‌্যালি শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও এসআই সিরাজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান, চেয়ারম্যান হাফেজ আহমদ, প্যানেল চেয়ারম্যান নবী হোসেন, ইলিয়াছ বাবুল, শিক্ষক জন্টু চক্রবর্তী, শিক্ষার্থী শামীম আরশেদ ও ওয়ারেছা খানম জিসা। এসময় শিক্ষার্থীরা মাদক থেকে নিজ ও নিজের পরিবারকে দুরে রাখার জন্য শপথ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *