admin
প্রকাশ: ২০১৭-১০-২৪ ২৩:০০:২৫ || আপডেট: ২০১৭-১০-২৪ ২৩:০০:২৫
মিজবাউল হক,চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়ার থানা রাস্তার মাথায় মাতামুহুরী টেলিকম নামের একটি বিকাশের দোকান থেকে ১ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে কর্মচারি উধাও হয়ে গেছে। গত সোমবার সকাল থেকে ওই কর্মচারির খোঁজ মিলছে না। দোকান কর্মচারির নাম অারিফ উল্লাহ (২২)।
অারিফ কক্সবাজারের লিংক রোড় এলাকার হাফেজ অাহমদের পুত্র।
মাতামুহুলী টেলিকমের মালিক অারাফাত উদ্দিন বলেন, দোকানের কর্মচারি অারিফ প্রতিদিনের মত চাবি নিয়ে দোকান খুলতে যায়। কিন্তু সোমবার খুব ভোরে অাসে দোকান থেকে দুইটি দামি মোবাইল নেটসহ ক্যাশে থাকা প্রায় ১লক্ষ ৯৬ হাজার টাকা নিয়ে সে উধাও হয়ে যায়।
অারাফাত অারো বলেন, সকালে অারিফ অামার ব্যবহারিত ০১৮১২১৫১৫১৩ নাম্বারে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি দোকানে অাসতে। অামি দোকানে গিয়ে দেখি অারিফ নেই। পরে সারা দিন অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খুঁজ মেলেনি। এখন ধারণা করছি সেই টাকা নিয়ে পালিয়ে। এই সময় অারিফ দোকানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার বলেন, এব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে।