চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

admin

চকরিয়া জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধারউদ্ধার

প্রকাশ: ২০১৭-১০-২৪ ২২:৪৩:৩৫ || আপডেট: ২০১৭-১০-২৪ ২২:৪৮:৩৫

 

মিজবাউল হক,চকরিয়া অফিস: 

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন চকরিয়া মেধা ক”ছপিয়া জাতীয় উদ্যান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা করেছে পুলিশ।

গত সোমবার দুপুর ২টার দিকে খুটাখালীর মেধাকচছপিয়া জাতীয় উদ্যানের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রেইনকোর্ট মোড়ানো বন্দুক ও গুলি দেখতে পায় বনকর্মী আবুল হোসেন। তাৎক্ষণিক খবর দেওয়া হলে বীট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে চকরিয়া থানাকে এব্যাপারে অবগত করেন। অস্ত্র পাওয়ার সংবাদ পেয়ে চকরিয়া থানার এসআই কামররুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ এসে একটি দেশীয় তৈরি বন্দুক ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেন। এব্যপারে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ওইসময় সিএমসি’র একটি মিটিং-এ ছিলাম। দুপুরের দিকে জাতীয় উদ্যানে অস্ত্র ও গুলি পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা জানতে পারি। পরে চকরিয়া থানার পুলিশকে এগুলো হস্তান্তর করা হয়। মেধাক”ছপিয়া জাতীয় উদ্যান থেকে অস্ত্র গুলি উদ্ধারের সত্যতা জানান কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও মাহবুব মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন সিএমসি’র সভাপতি মাষ্টার মোঃ আবুল হোসাইন, সহ-সভাপতি বাহাদুর হক, খুটাখালী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উল্লাহ, সিপিজি’র সভাপতি আলী আকবর, হেডম্যান মাকতুল হোসেন, সিপিজি মহিউদ্দিন ও মহিলা সিপিজি আমেনা বেগম নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *