চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

মনচোরা মেঘ  -ওয়ারদাতুল জিনান

প্রকাশ: ২০১৭-১০-২৪ ১৫:৩৬:০০ || আপডেট: ২০১৭-১০-২৪ ১৫:৩৬:০০

মনচোরা মেঘ

ওয়ারদাতুল জিনান

 

নীলাকাশের সুনীল বরণ

মেঘ করেছে চুরি,

অনুরাগে তাইতো গগন

কাঁদছে সেজে দুখী।

 

আকাশজুড়ে মেঘের ভেলা

ছুটছে নিরবধি,

সিঁদ কেটেছে মেঘমালা

মনটা নিলো লুঠি।

 

আকাশ যেন মনের সাথে

দিয়ে দিলো আড়ি,

মেঘদূত এসে ভাব করেছে

বাঁধলো দুজন জুটি।

 

উদাস মনে স্মৃতি গুণে

ভাবছি বসে একা,

মন যেন আজ কার বিহনে

হলো দিশেহারা!

 

অশ্রুকণা দুচোখ বেয়ে

ঝরছে অকারণে,

মেঘ কি তবে মন গগনে

ঝরছে বৃষ্টি হয়ে?

 

হারানো সেই ছেলেবেলা

ডাকছে যেন কাছে,

মন গগনের নীলচে আভা

করলো আড়াল মেঘে।

 

মনচোরা মেঘ বৃষ্টিকণা

আনলো গগনতলে,.

স্মৃতির ভারে কাঁদছে হিয়া

ভাসছি নয়নজলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *