admin
প্রকাশ: ২০১৭-১০-২৫ ১০:৫৪:২৪ || আপডেট: ২০১৭-১০-২৫ ১০:৫৪:২৪
বীর কন্ঠ ডেস্ক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অটোরিকশা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পেশকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— উপজেলার চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪২) ও একই উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে সোনাপুর থেকে ছেড়ে আসা সিএনজি পেশকারহাট এলাকায় আসলে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। আহত ৪জনের মধ্যে গুরুতর আহত আবুল কালাম ও জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আবুল কালাম ও সকাল ৮টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়।