admin
প্রকাশ: ২০১৭-১০-২৭ ১৫:৫৭:৪৯ || আপডেট: ২০১৭-১০-২৭ ১৫:৫৭:৪৯
বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
শ্রী শ্রী রাধাগিরিধারি মন্দির( ইসকন) বান্দরবানের আয়োজনে অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উৎসবে প্রায় ২’শ আইটেম সহকারে ভগবান গিরিরাজের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়।
শ্রী শ্রী রাধাগিরিধারি মন্দির(ইসকন) বান্দরবানের অধ্যক্ষ শ্রী উজ্জ্বল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে অন্নকূট মহোৎসব পরিদর্শন করেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা।
, অন্ন+কূট শব্দের অর্থ অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। এই উৎসবে ভগবান গিরিরাজ গোবর্ধন, গো এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং গো ও ব্রাহ্মণের পূজার প্রচলন করেছিলেন।
কলিযুগে মাধবেন্দ্রপুরিপাদ পুনরায় ভগবান দামোদরের গোবর্ধন পর্বতে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন। অনুষ্ঠান শেষে প্রায় ২ হাজার ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।