admin
প্রকাশ: ২০১৭-১০-২৭ ১১:১৮:০৩ || আপডেট: ২০১৭-১০-২৭ ১১:৩৪:৫৬
বীর কন্ঠ ডেস্ক:
কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রামুর তুলাতলি হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
ওসি মুজাহিদুল বলেন, দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে টেকনাফমুখী বাসটিকে ধাক্কা দিলে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।এছাড়া আরও চারজন আহত হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। পুলিশ লাশ উদ্ধার করে তুলাতলী হাইওয়ে থানায় নিয়ে গেছে।