admin
প্রকাশ: ২০১৭-১০-২৮ ১৯:১১:৫৩ || আপডেট: ২০১৭-১০-২৮ ১৯:১১:৫৩
বীর কন্ঠ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ফেনী সার্কিট হাউজে অবস্থান করছেন। শনিবার বিকেল পাঁচটা সাত মিনিটে তিনি সার্কিট হাউজে পৌঁছান বলে বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।সূত্রটি জানায়, সার্কিট হাউজে বিশ্রাম শেষে খালেদা জিয়া চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। রোববার সকালে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
এর আগে সকাল বেলা সাড়ে ১০টার পরে গুলশানের বাসভবন থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা হয়।
ফেনীতে প্রবেশের সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। সার্কিট হাউজে পৌঁছানোর পরপরই সেখানে নেতাকর্মীদের ঢল নামে। শ্লোগানে শ্লোগানে সার্কিট হাউজের আশপাশ মুখরিত হয়ে উঠেছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিবেন।
সফর শুরুর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, আইজিপি বিএনপি চেয়ারপারসনের সফরের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। আশা করছি, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান, জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ ছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী অভিযানের ঘোষণা দিয়ে আগে থেকেই রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অবরুদ্ধ করে রাখে। এরই মধ্যে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট মধ্যরাতের পরে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। -পরিবর্তন