admin
প্রকাশ: ২০১৭-১০-২৮ ১৮:৪৫:০৫ || আপডেট: ২০১৭-১০-২৮ ১৮:৪৫:০৫
আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার :
লোহাগাড়া উপজেলার স্বনামধন্য গণ গ্রন্থাগার আমিরাবাদ রাজঘাটা সাহাবা স্মৃতি পাঠাগারের উদ্দ্যোগে গতকাল (২৭ অক্টোবর) ক্যামব্রিজ ডিজিটাল স্কুল এন্ড কলেজ কম্পাসে সাহাবা স্মুতি পাঠাগার বৃত্তি পরিক্ষা’১৭ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
১ম বারের মত এই বৃত্তি পরিক্ষার আয়োজন করে রাজঘাটা সাহাবা স্মৃতি পাঠাগার। ৫ম শ্রেণি হতে ১০ ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ দিদারুল আলম, পাঠাগার সেক্রেটারি রেজাউল করিম, বৃত্তি পরিক্ষা আয়োজন কমিটির আহবায়ক ছমির ছালেহ, সদস্য জুনাইদুল হক, মোহাম্মদ ইরফান। এ ছাড়া পরিক্ষার্থীদেরর বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের শিক্ষার্থী মেধাবী ছাত্র ফয়সার সালেহ আল মাহদী, নজরুল ইসলাম প্রমুখ।