admin
প্রকাশ: ২০১৭-১০-৩০ ২২:৪৮:৫৯ || আপডেট: ২০১৭-১০-৩০ ২২:৫৩:৫৯
চকরিয়া অফিস:
চকরিয়া পৌরসভার আনোয়ার শপিং কমপ্লেক্সে (মতলব শপিং মার্কেটে) ওয়ালটন শো রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডস্থলে চকরিয়ার ফায়ার সার্ভিস পৌছে প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ৩০ অক্টোবর সন্ধা ৬টায় এ ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে বড় ধরণের ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।অন্যদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শখসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যথা সময়ে ফায়ার সার্ভিস অগ্নিকান্ড স্থলে পৌছায় বড় ধরনের ক্ষতি ক্ষতি থেকে পরিত্রাণ পেয়েছে।