চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

admin

নাশকতার এক মামলায় তিন দিন রিমান্ডে জামায়াতে আমির মকবুল আহমাদ

প্রকাশ: ২০১৭-১০-৩০ ২০:৫৪:১০ || আপডেট: ২০১৭-১০-৩০ ২০:৫৪:১০

নিউজ ডেক্স :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদকে রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ওই মামলায় আজ সোমবার সাত দিন রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

 

২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করে পুলিশ।

 

চলতি বছরের জানুয়ারিতে মকবুল আহমাদ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। গত ৯ অক্টোবর রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন রাজধানীর কদমতলী থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ফের তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো। -কালের কণ্ঠ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *