admin
প্রকাশ: ২০১৭-১০-৩০ ১৯:৫৪:৪৩ || আপডেট: ২০১৭-১০-৩০ ১৯:৫৭:৪৩
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র স্কুল পরিচালনা বোর্ড সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীর বেড়ে উঠার জন্য পরিবার,সমাজ,দেশ তথা জাতির নেপথ্য অবদান আছে। আমাদের শিক্ষার্থীদেরকে এই সত্যটুকু অন্তরে ধারণ করতে হবে। বড় হয়ে পরিবার,সমাজ,দেশ-জাতির সেবায় তাদের আত্মনিয়োগ করতে হবে।
বক্তব্যে তিনি বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন সম্পর্কে বলেন, বিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের অভিভাবকরা স্থান স্বল্পতার অভাবে কোথাও বসতে পারেন না। এই সংকট নিরসনে বিদ্যালয়ের সামনে একটি অভিভাবক বিশ্রামাগার নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।
বাওয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর গিয়াস উদ্দিন,জামশেদুল আলম চৌধুরী,সফিকুল আলম চৌধুরী,মো. সালাউদ্দিন,জিয়া উদ্দিন চৌধূরী শাহিন,উম্মে হাবিবা আঁখি প্রমুখ।