admin
প্রকাশ: ২০১৭-১০-৩১ ১৫:২৭:১৪ || আপডেট: ২০১৭-১০-৩১ ১৫:২৭:১৪
বীর কন্ঠ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুই জন হলেন, মজিব (৩০) ও হুমায়ন (৪৭)। তারা মাদক পাচারকারী দলের সদস্য বলে জানিয়েছে র্যাব।
মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে। আটক দুজন কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো কিনে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল।- বাংলা ট্রিবিউন