চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

লামা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্ততি সাংবাদিকদের সাথে চা-চক্রে ছাত্রলীগ নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৭-১১-০১ ১৯:১২:২২ || আপডেট: ২০১৭-১১-০১ ১৯:১২:২২

বেলাল আহমদ,বিশেষ  প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। বুধবার সন্ধ্যায় কুটুম বাড়ী রেষ্টেুরেন্টে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক চা-চক্র অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রস্তুতি কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন। সম্মেলনকে ঘিরে উপজেলায় ছাত্রলীগ রাজনীতির হাল কে ধরবেন চলছে এমন গুঞ্জন। সাংবাদিকদের চা চক্রানুষ্ঠানে প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দরা জানান ১১ নভেম্বর সম্মেলনের জন্য  ইতোমধ্যে তারা ৯০% প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়য়া, পৌর আওয়ামীলীগ সেক্রেটারী তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মো: রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তৈয়ব আলী সহ প্রমূখ।  

এসময় বক্তারা ছাত্রলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনরে উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা নির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদশে ছাত্রলীগ।

লামা উপজেলার ত্যাগী রাজপথের লড়াকু সৈনিক ছাত্র নেতাদের প্রসংশা করে বক্তারা আরো বলেন, ১১ নভেম্বরের সম্মেলনে লামা উপজেলা ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার এই বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য অক্ষুন্ন রাখার ব্রতি হবেন। ১১ তারিখের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি বাবু ক্য শৈ হ্লা, প্রধান বক্তা হিসেবে থাকবেন, ছাত্র লীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *