admin
প্রকাশ: ২০১৭-১১-০২ ১৩:১৮:২৯ || আপডেট: ২০১৭-১১-০২ ১৩:১৮:২৯
স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৬ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের র্যাব ৭- এর একটি দল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে কালভার্টের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ দেলোয়ার হোসেন (৩০) ও মোঃ দেলোয়ার হোসেন (৩০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কতিপয় মাদক ব্যাবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবা
ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।