চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

ইউনেস্কোতে শিক্ষামন্ত্রীদের প্যানেল আলোচনায় নুরুল ইসলাম নাহিদ

প্রকাশ: ২০১৭-১১-০২ ০৯:৪২:২১ || আপডেট: ২০১৭-১১-০২ ০৯:৪২:২১

শাহ মোহাম্মদ জাহিদ, ফ্রান্স প্রতিনিধি, বীরকন্ঠ 
গত বুধবার এস.ডিজি ৪ শিক্ষা ২০৩০ এর উপর উচ্চ স্তরের মন্ত্রী পর্যায়ের প্যানেলের আলোচনায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অংশগ্রহণ করেন । বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের এ সভায় গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর চীফ -এলিসি অলব্রাইট এর পরিচালনায় এসময় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ , সৌদি আরবের শিক্ষামন্ত্রী আহমদ বিন মোহাম্মদ আল ঈসা , জিম্বাবুয়ে শিক্ষামন্ত্রী লাজারুস ডুকরা , কিউবা শিক্ষামন্ত্রী সিরা পিনেরো , কানাডা,র শিক্ষামন্ত্রী সেবাস্টিন প্রলো
ভারত পাকিস্তান সহ বিশ্বের ৫০ এর অধিক দেশের দেশের শিক্ষামন্ত্রীগন এসময় উপস্থিত ছিলেন । এসময় বাংলাদেশ সরকারের শিক্ষাখাতে অর্থায়ন ও পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । তিনি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন । প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয় । অধিবেশনের উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনেস্কো ডিরেক্টর জেনারেল ইরিনা বাকুবা । এসডিজি ৪ এর বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা , শক্তিশালীকরণ ও স্বচ্ছতা এব্বং উন্নয়নের পদ্ধতিতে সকল শিক্ষা মন্ত্রীকে একত্রে নিয়ে শিক্ষা ক্ষেত্রে আরও জবাবদিহিতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । ইউনেস্কোর সবচেয়ে বড় এ সম্মেলন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *