চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

তিনটি মার্কেট আধুনিকায়নে সিটি মেয়রের উদ্যোগ

প্রকাশ: ২০১৭-১১-০৫ ১৯:৪৮:৫২ || আপডেট: ২০১৭-১১-০৫ ১৯:৪৮:৫২

স্টাফ রিপোর্টার :

আগ্রাবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট,রেয়াজুদ্দিন বাজার শাহ আমানত মার্কেট ও মোহরা কাজীর হাট সিটি কর্পোরেশন মার্কেট-এই তিনটি মার্কেটের আধুনিকায়নে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্যোগ গ্রহণ করেছেন।

আজ সকালে চসিক সম্মেলন কক্ষে বিভাগীয় প্রকৌশলীদের নিয়ে তিনি এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মার্কেট তিনটি আধুনিকায়নে ডিজাইন প্রণয়নকারী প্রতিষ্ঠান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

বৈঠকে সিটি মেয়র বলেন, আগ্রাবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটকে ৫ম তলা থেকে ১০ তলায়, শাহ আমানত মার্কেটকে ৪র্থ তলা থেকে ৭ম তলা পর্যন্ত বর্ধিতকরণ করা হবে। একই পরিকল্পনায় মোহরা কাজীর হাট টিনশিট মার্কেটকে পাকাকরণের কাজও শুরু করা হবে। বৈঠকে নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান প্রতিনিধিরা মার্কেটের ডিজাইন উপস্থাপন করেন।

 

এসময় প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ ও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *