admin
প্রকাশ: ২০১৭-১১-০৬ ১৩:৪৯:৪৬ || আপডেট: ২০১৭-১১-০৬ ১৩:৪৯:৪৬
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অগ্নিদ্বগ্ধ হয়ে ৩ জন আহত হয়েছে।আজ সোমবার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদস্থ ব্যাংক এশিয়ার পিছনে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডে তারা আহত হন বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা সত্যপ্রিয় জানান, সকাল ১১টা ৫৫ মিনিটে আগ্রাবাদ ব্যাংক এশিয়ার পিছনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার ষ্টেশন থেকে একটি গাড়ি গেছে। তারা এখনো ফিরে আসেনি। শুনেছি ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। তবে বিস্তারিত এখনো কিছু জানি না।
এদিকে আগুনে দ্বগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।তারা হলেন, মো. ছানোয়ার (১৮) আনোয়ার কবির (২৪), ও মাসুদ আলম (৪৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শামীন অ্যাসোসিয়েট নামে একটি প্রতিষ্ঠানে এ আগুন লেগে ৩ কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে মাসুদ আলমের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তবে কিভাবে তারা অগ্নিদগ্ধ হয়েছেন এখনো বিস্তারিত জানি না।- পাঠক নিউজ