চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের তিন দিনের রিমান্ড স্থগিত করেছেন হাইকোর্ট

প্রকাশ: ২০১৭-১১-০৬ ১৩:২৪:২৬ || আপডেট: ২০১৭-১১-০৬ ১৩:২৪:২৬

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের তিন দিনের রিমান্ড স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি মিশতা উদ্দীন চোৗধুরী ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

 

আদালতে মকবুল আহমাদের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মহাবুব এবং শিশির মো. মনির।

 

শুনানি শেষে শিশির মো. মনির  এ তথ্য জানিয়েছেন।

 

বিস্তারিত আসছে…

 

সূত্র- জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *