admin
প্রকাশ: ২০১৭-১১-০৬ ১৩:৫৮:৩১ || আপডেট: ২০১৭-১১-০৬ ১৩:৫৮:৩১
স্টাফ রিপোর্টার :
এডিবি’র অর্থায়নে ৫ কোটি ৬২ লক্ষ ৭৬ হাজার ৮শত টাকা ব্যয়ে ফিরিঙ্গিবাজার সড়কের উভয় পাশে ড্রেন, মিড আইলেন্ড ও ফোয়ারা নির্মাণ এবং সড়ক কার্পেটিং ও ফুটপাতের উপর টাইলস বসানোর কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সরেজমিনে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
পরে তিনি জাইকার অর্থায়নে নির্মাণাধীন চাক্তাই খালের উপর ৬০ মিটার স্পেনের পিসি গাডার ব্রিজ ঢালাই কাজ এবং এপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন।
জাইকার অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে মেরিনার্স সড়ক ও ৪টি ব্রিজ নির্মিত হচ্ছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ সড়কের আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধন কাজ বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
এ সময় ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।